বিশ্বে আমরাই একমাত্র মুসলিম দেশ, যাদের ৩০লক্ষ মানুষ কে মাত্র ৯মাসে হত্যা করেছে আরেকটি মুসলিম দেশ, আর এসব করতে অর্থ+রসদ+সমর্থন যুগিয়েছিলো প্রতিটি মুসলিম প্রধান দেশ।
বিশ্বে আমরাই একমাত্র মুসলিম দেশ, যাদের সাড়ে তিনলক্ষেরো অধিক মা-বোনকে মাত্র ৯মাসে ধর্ষণ করেছে আরেকটি মুসলিম দেশ, আর এসব করতে অর্থ+রসদ+সমর্থন যুগিয়েছিলো প্রতিটি মুসলিম প্রধান দেশ।
নাঃ মানবতা সেদিন কাঁদেনি।
কেঁদে চলেছে একিই ক্যাম্পে ধর্ষিতা মা, কারন,
পৈশাচিক নির্যাতন আর ধর্ষনে তার পোয়াতি কিশোরী মেয়েটির কাঁদতে ভুলে যাওয়া দেখে।
কেঁদেছে বৃদ্ধ পিতা, এতো মাস পর তার বড় জোয়ান দুছেলের মৃত্যুর খবর নিয়ে আজ বাড়ী ফিরেছে পঙ্গু মুক্তিযোদ্ধা ছোট ছেলেটি। তাই তাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে শোক মিটানোর ব্যার্থ চেষ্টা করেছে।
নাঃ সেদিন এই যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের পাশে এসে দাঁড়ায়নি কোন মুসলিম দেশ!!!
মনে পড়ে ১৯৭১ হতে ১৯৭৫ সাল???
পাঁচ পাঁচটি বছর প্রায়, সমগ্র মুসলিম প্রধান মোড়ল দেশগুলোতে আল্লাহতালা এবং তাঁর পেয়ারে নবীর(সাঃ) এর নির্দেশিত পথ, বা কোরান-হাদিস, অথবা নুন্যতম মানবিকতা ভুলে গিয়েছিলো, এই বাঙ্গালী মুসলিম প্রধান দেশটি স্বাধীন হওয়ার অপরাধের কড়ায়গণ্ডায় শাস্তি দিতে গিয়ে।
হ্যাঁ, হ্যাঁ!!!
বিশ্বে আমরাই একমাত্র মুসলিম রাষ্ট্র
যাদের লড়াই করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিলো,
এই দুনিয়ার একটাও মুসলিম দেশ-জাতি-গোত্র কে পাশে না পেয়েই!!!
তাই আমরা আমাদের শেখা পথেই একা চলতে আহ্বান জানাবো, অন্য মুসলিম ভাইদের!!!
সংগ্রহিত :তাশরিক শিকদার
আরও পড়ুন
জামায়াতের কারণে বিএনপিকে পরিত্যাগ করলো যুক্তরাষ্ট্র
‘যুবলীগ নেতার মাথা–মুখ থেঁতলে দেয় বিএনপি–জামায়াত’
শেখ ফজলুল হক মনির ৭৯তম জন্মবার্ষিকী আজ